ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন বছর ধরে ঝুঁলে আছে আয়রণ ব্রিজ, ভোগান্তি চরমে  Logo মৎস্যজীবী দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির মহাসচিবের নিন্দা Logo বৈরী আবহাওয়া উপেক্ষা করে, উত্তাল সমুদ্রে মাতোয়ারা হাজারো পর্যটক Logo মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে Logo কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার ভাইয়ের আঘাতে জেলের মৃত্যু Logo মির্জাগঞ্জে ইউসিবি ব্যাংক পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মহিপুরে পাওনা টাকার জেরে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ Logo স্বামীর মৃত্যুতে শিশু সন্তান ও বৃদ্ধা শ্বাশুরীকে নিয়ে অসহায় জীবন গীতা রানীর Logo মির্জাগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গ্রেফতার Logo কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক শিক্ষার্থীর বাড়িতে প্রেমিকার অবস্থান, আত্মহত্যার হুমকি

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে

মির্জাগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৩৭২ বার পড়া হয়েছে

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় এক গৃহবধূকে পুলিশ গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে। বাদী মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আবুল বাসারের স্ত্রী মোসাঃ হালিমা বেগম (৩৬)। গত বুধবার (২৪ জুন) রাত দুইটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই গ্রামের আব্দুল মজিদ হাওলাদার (৪৫) এর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ পুলিশ ও মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত জহরুদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মজিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে হালিমা বেগম।

‎মামলার এজাহারে বলেন, ঘটনার দিন আসামী মজিদ তার বসতঘরে ঢুকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পেয়ে অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দাখিল করেন। বাদী আদালতে হালিমা বেগম প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করলে মামলাটি আবারও তদন্তের জন্য সিআইডি পটুয়াখালীতে প্রেরন করা হয়।

সিআইডি গভীর তদন্ত করে ২০২৪ সালের ১১ নভেম্বর মামলাটির চূড়ান্ত রিপোর্টেও মামলার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। পরে আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি ৩৩ নং আদেশের মাধ্যমে মজিদ হাওলাদারকে নির্দোষ ও মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।

মজিদ হাওলাদার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৯ জুন মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিজ্ঞ আদালত বাদীর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিলে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে

আপডেট সময় : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় এক গৃহবধূকে পুলিশ গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে। বাদী মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আবুল বাসারের স্ত্রী মোসাঃ হালিমা বেগম (৩৬)। গত বুধবার (২৪ জুন) রাত দুইটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই গ্রামের আব্দুল মজিদ হাওলাদার (৪৫) এর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ পুলিশ ও মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত জহরুদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মজিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে হালিমা বেগম।

‎মামলার এজাহারে বলেন, ঘটনার দিন আসামী মজিদ তার বসতঘরে ঢুকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পেয়ে অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দাখিল করেন। বাদী আদালতে হালিমা বেগম প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করলে মামলাটি আবারও তদন্তের জন্য সিআইডি পটুয়াখালীতে প্রেরন করা হয়।

সিআইডি গভীর তদন্ত করে ২০২৪ সালের ১১ নভেম্বর মামলাটির চূড়ান্ত রিপোর্টেও মামলার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। পরে আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি ৩৩ নং আদেশের মাধ্যমে মজিদ হাওলাদারকে নির্দোষ ও মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।

মজিদ হাওলাদার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৯ জুন মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিজ্ঞ আদালত বাদীর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিলে তাকে গ্রেফতার করা হয়।