মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে

- আপডেট সময় : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৩৭২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় এক গৃহবধূকে পুলিশ গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে। বাদী মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আবুল বাসারের স্ত্রী মোসাঃ হালিমা বেগম (৩৬)। গত বুধবার (২৪ জুন) রাত দুইটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই গ্রামের আব্দুল মজিদ হাওলাদার (৪৫) এর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত জহরুদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মজিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে হালিমা বেগম।
মামলার এজাহারে বলেন, ঘটনার দিন আসামী মজিদ তার বসতঘরে ঢুকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পেয়ে অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দাখিল করেন। বাদী আদালতে হালিমা বেগম প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করলে মামলাটি আবারও তদন্তের জন্য সিআইডি পটুয়াখালীতে প্রেরন করা হয়।
সিআইডি গভীর তদন্ত করে ২০২৪ সালের ১১ নভেম্বর মামলাটির চূড়ান্ত রিপোর্টেও মামলার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। পরে আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি ৩৩ নং আদেশের মাধ্যমে মজিদ হাওলাদারকে নির্দোষ ও মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।
মজিদ হাওলাদার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৯ জুন মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিজ্ঞ আদালত বাদীর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিলে তাকে গ্রেফতার করা হয়।