মির্জাগঞ্জে ইউসিবি ব্যাংক পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী শাখায় কেক কেটে এ দিনটি উদযাপন করেন ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান, অপারেশন ম্যানেজার ওবায়দুর রহমান, ক্রেডিট অফিসার মোঃ রায়হান আবদে রাব্বি, সিনিয়র অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, মোঃ আনোয়ার হোসেন সিকদার, প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান টুকু, মোঃ বশিরুল আলম, আসাদুজ্জামান রঞ্জু হাওলাদার, মোঃ মেহেদী হাসান মাসুম মোল্লা, শরিয়তুল্লাহ মিঠু, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক কামরুজ্জামান বাঁধন এবং সাংবাদিক মোঃ নেছার উদ্দিন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনুষ্ঠানিক পরিবেশে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শেষ হয়।