ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘন ঘন বৈরী আবহাওয়ায় হুমকিতে মৎস্য পেশা Logo ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল শোভাযাত্রা Logo ‎মির্জাগঞ্জে দাদীর সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo তিন বছর ধরে ঝুঁলে আছে আয়রণ ব্রিজ, ভোগান্তি চরমে  Logo মৎস্যজীবী দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির মহাসচিবের নিন্দা Logo বৈরী আবহাওয়া উপেক্ষা করে, উত্তাল সমুদ্রে মাতোয়ারা হাজারো পর্যটক Logo মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে Logo কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার ভাইয়ের আঘাতে জেলের মৃত্যু Logo মির্জাগঞ্জে ইউসিবি ব্যাংক পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মহিপুরে পাওনা টাকার জেরে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

কৃষকের ৪টি গরু বিষ প্রয়োগে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৪৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে বিষ প্রয়োগে ছোট ভাইয়ের ৪টি গরু হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) সকালে ধূলাসার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে। খবর শুনে নি:স্ব কৃষকের বাড়িতে ছুটে আসছেন এলাকার মানুষ। এ ঘটনায় আপন বড় ভাই দুলাল শরিফের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন বেলাল শরীফ।

মৃত গরু চারটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করে এলাকাবাসী। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে দিশেহারা কৃষক বেলাল শরীফ।

এর আগে বুধবার দিবাগত রাতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় দুটি গরু ও শুক্রবার সকালে পেটে বাচ্চাসহ ১টি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘাস খেয়ে ৪টি গরু গোয়ালে আসে। বৃহস্পতিবার সকালে গরুগুলো অসুস্থ হয়ে পড়লে গরুর মালিক বেলাল শরীফ তাৎক্ষণিক উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে গরুর শরীরে বিষ পুশ করা হয়েছে বলে জানান।

বৃহস্পতিবার সকালে গরুগুলো বেশি অসুস্থ হয়ে দুটি মারা যায়। শুক্রবার সকালে গাভিন গরুটি মারা গেছে। বাকি একটি গোয়ালে অসুস্থ অবস্থায় আছে।

ভুক্তভোগী গরুর মালিক বেলাল শরীফ আক্ষেপ করে বলেন, আমার বড় ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি কিছুদিন আগে আমাকে নিঃস্ব করার হুমকি দিয়েছেন। তিনিই আমার গরুগুলো হত্যা করেছেন। আমি এর বিচার চাই।

স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ভাই দুলাল শরীফের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। কিছুদিন আগে দুলাল শরীফ নিজের গাছ কেটে বেলাল শরীফের নামে মামলা দিয়েছিলো। পরে তদন্তে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুলাল শরীফ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি অমানুষের মতো কাজ করতে পারি না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কুলসুম আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি মর্মান্তিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

কলাপাড়া প্রাণীসম্পদ অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ বসির উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে সরেজমিনে গিয়ে গরুগুলোর চিকিৎসা করেছি। প্রাথমিক তদন্তে গরুগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে ধারণা করা যাচ্ছে।

মহিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

কৃষকের ৪টি গরু বিষ প্রয়োগে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

পটুয়াখালীর মহিপুরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে বিষ প্রয়োগে ছোট ভাইয়ের ৪টি গরু হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) সকালে ধূলাসার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে। খবর শুনে নি:স্ব কৃষকের বাড়িতে ছুটে আসছেন এলাকার মানুষ। এ ঘটনায় আপন বড় ভাই দুলাল শরিফের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন বেলাল শরীফ।

মৃত গরু চারটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করে এলাকাবাসী। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে দিশেহারা কৃষক বেলাল শরীফ।

এর আগে বুধবার দিবাগত রাতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় দুটি গরু ও শুক্রবার সকালে পেটে বাচ্চাসহ ১টি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘাস খেয়ে ৪টি গরু গোয়ালে আসে। বৃহস্পতিবার সকালে গরুগুলো অসুস্থ হয়ে পড়লে গরুর মালিক বেলাল শরীফ তাৎক্ষণিক উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে গরুর শরীরে বিষ পুশ করা হয়েছে বলে জানান।

বৃহস্পতিবার সকালে গরুগুলো বেশি অসুস্থ হয়ে দুটি মারা যায়। শুক্রবার সকালে গাভিন গরুটি মারা গেছে। বাকি একটি গোয়ালে অসুস্থ অবস্থায় আছে।

ভুক্তভোগী গরুর মালিক বেলাল শরীফ আক্ষেপ করে বলেন, আমার বড় ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি কিছুদিন আগে আমাকে নিঃস্ব করার হুমকি দিয়েছেন। তিনিই আমার গরুগুলো হত্যা করেছেন। আমি এর বিচার চাই।

স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ভাই দুলাল শরীফের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। কিছুদিন আগে দুলাল শরীফ নিজের গাছ কেটে বেলাল শরীফের নামে মামলা দিয়েছিলো। পরে তদন্তে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুলাল শরীফ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি অমানুষের মতো কাজ করতে পারি না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কুলসুম আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি মর্মান্তিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

কলাপাড়া প্রাণীসম্পদ অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ বসির উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে সরেজমিনে গিয়ে গরুগুলোর চিকিৎসা করেছি। প্রাথমিক তদন্তে গরুগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে ধারণা করা যাচ্ছে।

মহিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।