মির্জাগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৪৫০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাকের ভয়াবহতা জানতে পেরে উপস্থিত প্রশিক্ষণে বিএনপির একজন নেতা তামাকজাত পণ্য ছাড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
মঙ্গলবার (৩ জুন) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রানালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রসান্ত কুমার সাহা ও পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের ডিডি মোঃ হামিমুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল্লা আল মামুন, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার প্রমূখ।
এছাড়াও প্রশিক্ষনে রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি,ছাত্র প্রতিনিধিরা অংশ নেয়। এই প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন ও এর সঠিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর সমাজ গড়তে তামাকের ভয়াবহতা রোধ করা কতটা জরুরি, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করার উপর গুরুত্বারোপ করা হয়।