খালে ভেঙে পড়লো আয়রণ ব্রিজ, বিচ্ছিন্ন ১০ হাজার মানুষের যোগাযোগ

- আপডেট সময় : ০৩:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৪২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে তাহেরপুর ও আজিমপুর গ্রামের সংযোগস্থলে অবস্থিত পুরনো আয়রণ ব্রিজটি মঙ্গলবার (২০ মে) ভোররাতে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে খালের পানিতে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে ব্যবহৃত এই ব্রিজের পতনের ফলে দুই পাড়ের অন্তত দশটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ব্রিজটি ২০০১ সালে নির্মিত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে লবণাক্ত পানির ক্ষয়ক্রিয়ায় এর ধাতব কাঠামো দুর্বল হয়ে পড়ে। ২০২১ সালে এলজিইডি এটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর স্থানীয়রা কাঠের তক্তা বসিয়ে অস্থায়ীভাবে পারাপার চালু রাখে।
তবে এই অস্থায়ী ব্যবস্থাও গত বছর ১১ আগস্ট টমটমসহ একটি দুর্ঘটনার পর আরও দুর্বল হয়ে পড়ে। বারবার মেরামতের পরেও তা একসময় আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। অবশেষে আজ ভোররাতে বিকট শব্দে ব্রিজটি খালে পড়ে যায়।
স্থানীয় যুবক আলামিন হোসেন বিপ্লব জানান, “অনেক বছর ধরে আমরা ব্রিজ পার হচ্ছি মৃত্যুকে সামনে রেখে। আজ সব শেষ। এখন চলাচলের কোনো উপায় নেই। একটি নতুন ব্রিজ ছাড়া কোনো বিকল্প নেই।”
আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল সরদার বলেন, “আগেও ভয়ে ভয়ে পার হতাম। এখন তো পার হওয়াটাই বন্ধ। স্কুল যাওয়া অসম্ভব হয়ে গেছে।”
এলজিইডির কলাপাড়া উপজেলার প্রকৌশলী মো. সাদিকুর রহমান জানান, “ঘটনাটি আমাদের জানা হয়েছে। দ্রুত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অতি দ্রুত নতুন ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।