মহিপুরে সমিতির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ প্রার্থী

- আপডেট সময় : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৫৯১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহিপুর এসআরওএসবি সমিতি নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ফরম বিতরণ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। রবিবার (২০ মার্চ) দুপুর ১২ টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়েছে ফরম দাখিল। তিনটি পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন ৩৪ জন প্রার্থী। আজ দাখিল করেছেন ১৯ জন।
সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও তোফাজ্জেল হোসেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ আলমগীর হোসেন মৃধা, রফিকুল ইসলাম মন্টু ভদ্র, মোহাম্মদ শাহ আলম।
সদস্য পদে ১ নং ইউনিটে মনোনয়ন দাখিল করেছেন মোঃ খলিলুর রহমান। তিনি একমাত্র প্রার্থী। ১ নং ইউনিটে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলে আজ তারা জমা দেননি। ফলে ১ নং ইউনিটের প্রতিদ্বন্দ্বিত হচ্ছে না। ২ নং ইউনিটে মোঃ সুলতান ফরাজী, মো: শহীদ হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম। ৩ নং ইউনিটে মোঃ সোহাগ গাজী, সেলিম মুন্সী, মো: মাসুম বিল্লাহ গাজী। ৪ নং ইউনিটে মোহাম্মদ সিরাজুল ইসলাম হাওলাদার ও জাহাঙ্গীর আলম হাওলাদার। ৫নং ইউনিটে মোঃ আইয়ুব আকন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ফারুক। ৬ নং ইউনিটে মোহাম্মদ মাহবুবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম।
নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ১৪ এপ্রিল ফরম বিতরণ শুরু হয়েছে। আজ ২০ এপ্রিল মনোনয়ন দাখিল শেষ হয়েছে। আগামীকাল ২১ এপ্রিল যাচাই-বাছাই, ২২ এপ্রিল বৈধ প্রার্থীদের খসড়া চূড়ান্ত। ২৩ ও ২৪ এপ্রিল আপিল, ২৫ এপ্রিল শুনানী এবং ৩০ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের দিন ধার্য রয়েছে। ১ মে মনোনয়ন প্রত্যাহার। ২ মে প্রতীক বরাদ্দ, ১০ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বরিশাল বিভাগের সর্ববৃহৎ সমবায় সমিতি এটি। ঐতিহ্যবাহী মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেড মোট ভোট সংখ্যা ২হাজার ৮’শত আটান্ন জন।