ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘন ঘন বৈরী আবহাওয়ায় হুমকিতে মৎস্য পেশা Logo ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল শোভাযাত্রা Logo ‎মির্জাগঞ্জে দাদীর সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo তিন বছর ধরে ঝুঁলে আছে আয়রণ ব্রিজ, ভোগান্তি চরমে  Logo মৎস্যজীবী দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির মহাসচিবের নিন্দা Logo বৈরী আবহাওয়া উপেক্ষা করে, উত্তাল সমুদ্রে মাতোয়ারা হাজারো পর্যটক Logo মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মামলায় বাদী শ্রীঘরে Logo কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার ভাইয়ের আঘাতে জেলের মৃত্যু Logo মির্জাগঞ্জে ইউসিবি ব্যাংক পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মহিপুরে পাওনা টাকার জেরে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৪০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান কল্যাণ সমিতি। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম এবং সঞ্চালনায় ছিলেন মাহাবুব আলম মাসুম। কর্মসূচিতে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন সহ-সভাপতি কামাল হোসেন, সদস্য সগির হোসেনসহ বামনা, গলাচিপা, দশমিনা ও অন্যান্য উপজেলার প্রায় অর্ধশতাধিক এআই টেকনিশিয়ান।

বক্তারা বলেন, “মাত্র ২ হাজার টাকা মাসিক ভাতা দিয়ে দীর্ঘদিন ধরে আমরা মাঠপর্যায়ে কাজ করে আসছি। অথচ বর্তমানে সেই ভাতাও বন্ধ রয়েছে প্রায় ৯ মাস ধরে। এর মধ্যে বাস্তবতা ও চাহিদা বিবেচনা না করে ৬টির অধিক বেসরকারি প্রতিষ্ঠানকে কৃত্রিম প্রজননের অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে সরকারি এআই কর্মীরা অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।”

এআই টেকনিশিয়ানদের উত্থাপিত ৭ দফা দাবি হলো:

১. পূর্বে আয়োজিত বৈঠকে সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা সংক্রান্ত সিদ্ধান্তের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।

২. একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ (নিজস্ব খরচে প্রশিক্ষণসহ) প্রক্রিয়া বাতিল করা।

৩. টার্গেট প্রথা বাতিলসহ টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করা।

৪. মাঠপর্যায়ের চাহিদা অনুযায়ী সিমেন সরবরাহ নিশ্চিত করা।

৫. সরকারি সিমেন সম্পর্কে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং উপজেলা, জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) কার্যালয়ের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

৬. বেসরকারি এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করা।

৭. সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইদের এফএ (এআই) পদে দ্রুত নিয়োগ দেওয়া।

জেলা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ে আগামী ১৬ এপ্রিল ঢাকায় কর্মবিরতি ও মহাসমাবেশে অংশগ্রহণ করা হবে। এ কর্মসূচিতে জেলার সকল এআই টেকনিশিয়ানদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান

আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান কল্যাণ সমিতি। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম এবং সঞ্চালনায় ছিলেন মাহাবুব আলম মাসুম। কর্মসূচিতে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন সহ-সভাপতি কামাল হোসেন, সদস্য সগির হোসেনসহ বামনা, গলাচিপা, দশমিনা ও অন্যান্য উপজেলার প্রায় অর্ধশতাধিক এআই টেকনিশিয়ান।

বক্তারা বলেন, “মাত্র ২ হাজার টাকা মাসিক ভাতা দিয়ে দীর্ঘদিন ধরে আমরা মাঠপর্যায়ে কাজ করে আসছি। অথচ বর্তমানে সেই ভাতাও বন্ধ রয়েছে প্রায় ৯ মাস ধরে। এর মধ্যে বাস্তবতা ও চাহিদা বিবেচনা না করে ৬টির অধিক বেসরকারি প্রতিষ্ঠানকে কৃত্রিম প্রজননের অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে সরকারি এআই কর্মীরা অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।”

এআই টেকনিশিয়ানদের উত্থাপিত ৭ দফা দাবি হলো:

১. পূর্বে আয়োজিত বৈঠকে সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা সংক্রান্ত সিদ্ধান্তের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।

২. একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ (নিজস্ব খরচে প্রশিক্ষণসহ) প্রক্রিয়া বাতিল করা।

৩. টার্গেট প্রথা বাতিলসহ টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করা।

৪. মাঠপর্যায়ের চাহিদা অনুযায়ী সিমেন সরবরাহ নিশ্চিত করা।

৫. সরকারি সিমেন সম্পর্কে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং উপজেলা, জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) কার্যালয়ের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

৬. বেসরকারি এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করা।

৭. সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইদের এফএ (এআই) পদে দ্রুত নিয়োগ দেওয়া।

জেলা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ে আগামী ১৬ এপ্রিল ঢাকায় কর্মবিরতি ও মহাসমাবেশে অংশগ্রহণ করা হবে। এ কর্মসূচিতে জেলার সকল এআই টেকনিশিয়ানদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”