গণ অধিকার পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৫৩৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে
দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের নির্দেশনায়। রবিবার (৩০ মার্চ) রাতে মহিপুর থানার প্রায় শতাধিক অসহায় ও গরিবদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক মোঃ বনি আমিন সিফাত, গণ অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম মুসুল্লিসহ পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক বনি আমিন সিফাত বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূরের পক্ষ থেকে মহিপুর থানা এলাকার প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এটা আপনাকে উপকার আমরা কেবল বুঝিয়ে দিতে এসেছি।