সংবাদ শিরোনাম
মির্জাগঞ্জে খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় ছাত্রদলের ইফতার বিতরণ

মির্জাগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৪০৪ বার পড়া হয়েছে
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৮ মার্চ) এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী, পথশিশু ও মাদ্রাসার ছাত্রসহ তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল’ বাসার মোখলেছের নেতৃত্বে ইফতার বিতরণকালে তার সাথে ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ, মাইনুল ইসলাম শাহিন, আবুল খায়ের মৃধা, নাঈম হোসেন, আয়তুল্লাহ সুজন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।