মির্জাগঞ্জের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৯:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৪২৯ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) উপজেলা প্রশাসনের নবনির্মিত সম্প্রসারিত ভবনের ইউএনও’র সভা কক্ষে এ মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ গোলাম ফারুক মুন্সী, নয়াদিগন্ত সংবাদদাতা উত্তম গোলদার, আমার সংবাদ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান বাঁধন,মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন,যায়যায়দিন সংবাদদাতা অমিতাব দাস অপু,সময়ের আলো প্রতিনিধি মোঃ কাজী সুমন,নয়া শতাব্দী প্রতিনিধি মোঃ সিমায় রহমান হিমেলসহ উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।