বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবির’র ইফতার পার্টি

- আপডেট সময় : ০৯:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার আয়োজনে বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) কুয়াকাটার একটি অভিজাত হোটেল গ্রেভার ইন-এর হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সেক্রেটারি কে এম তামিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জোন জামায়াতে ইসলামী কলাপাড়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জাতীয়তাবাদী যুবদল কুয়াকাটা পৌর শাখার সভাপতি সৈয়দ ফারুক, মহিপুর থানা ছাত্রদলের আহবায়ক তানজিল আলম, সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি কে এম জহির, ছাত্র অধিকার পরিষদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক বনি আমিন সিফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জেলা এইচ আর ডি সম্পাদক হাফেজ তানভীর রহমানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রমজানের তাৎপর্য ও ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতটি পরিচালনা করেন দক্ষিণ জোন জামায়াতে ইসলামী কলাপাড়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের সিফাত।