মহিপুরে নারী দিবস উপলক্ষে জিএনবি’র উদ্যোগে গণস্বাক্ষর ও আলোচনা সভা

- আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৪৪১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)-এর উদ্যোগে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বেলা ১১ টায় জিএনবি’র কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও সিডিপি ফ্যাসিলিটেটর দীনা রিছিলের সঞ্চালনায় সিডিপি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও বক্তব্য রাখেন সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।
এসময় বক্তারা নারীদের বাস্তব জীবনের চিত্র ও অভিজ্ঞতা, সমাজে নারী ক্ষমতায়নের প্রসার ও নারী ক্ষমতায়নসহ নারীদের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন। এছাড়া সফল নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনান।
আলোচনা সভার পূর্বে দেড় শতাধিক নারীর গণস্বাক্ষর গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল নারী উদ্যোক্তা সুমি বেগমকে সাহসিকা সম্মাননা প্রদান করা হয়।