সুবিদখালী আর.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন গোলাম ফারুক মুন্সি

- আপডেট সময় : ১১:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৪৯৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী আর.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির উপদেষ্টা, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক মুন্সি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল তাকে এক বছরের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে মনোনীত করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি মো. আবু ছালেহ, অভিভাবক প্রতিনিধি মো. ছগির হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে অবহিত করা হয়েছে।
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল বলেন, “গোলাম ফারুক মুন্সির মতো শিক্ষিত, বিচক্ষণ ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে গোলাম ফারুক মুন্সি বলেন, “উপজেলার প্রাণকেন্দ্র সুবিদখালীর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত করাই আমার প্রধান লক্ষ্য। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।”
ইউজি/এইচআরএ