কলাপাড়ার খবর গ্রুপ বয়কটের ডাক দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

- আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৯৭ বার পড়া হয়েছে
ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ “কলাপাড়ার খবর” নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখা অভিযোগ করেছে, গ্রুপটি নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে এবং নিরপেক্ষ মতামত প্রকাশের সুযোগ দিচ্ছে না।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ড. লেলিন ইস্যু” নিয়ে পোস্ট করতে চাইলেও তা বারবার ডিলেট করা হয়েছে এবং এপ্রুভ করা হয়নি। ফলে তারা গ্রুপটি বয়কটের ঘোষণা দিয়েছে এবং অন্যান্যদেরও একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
একটি ফেসবুক পোস্টে সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে “স্বৈরাচারের দোসর কসাই লেলিন কিসের বিনিময়ে কিনে নিলেন আপনাদের?” তারা দাবি করেছে, গ্রুপটির মডারেটররা নির্দিষ্ট স্বার্থে কাজ করছেন। এতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে।
জানা গেছে, ২০২০ সালে সাংবাদিক মহসিন পারভেজ “কলাপাড়ার খবর” গ্রুপটি তৈরি করার পর উপজেলার কয়েকজনকে মডারেটরের দায়িত্ব দেওয়া হয়। এটি আস্তে আস্তে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ৪৭ হাজার।
এ দিকে, এই বিতর্ককে কেন্দ্র করে কলাপাড়ার অনলাইন কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ গ্রুপটির বিরুদ্ধে অভিযোগকে সমর্থন করছেন।
বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলমান, পক্ষে-বিপক্ষে রয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বয়কট ঘোষণার পর “কলাপাড়ার খবর” গ্রুপের নীতিমালা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ নিয়ে গ্রুপে প্রতিবাদ জানিয়ে পোস্ট করা হয়েছে গ্রুপ এডমিনের পক্ষে।
এ বিষয়ে ঢাকা ইউনাইটেড কলেজের ছাত্র প্রতিনিধি কলাপাড়ার বাসিন্দা মাশরাফি কামাল শাফি বলেন, বিগত দিনে এই গ্রুপটি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন নিউজ পোস্ট করা হয়নি। বা কেউ আ.লীগের বিরুদ্ধে কোন প্রকার নিউজ গ্রুপে দিলে তাও এপ্রুভ করা হয়নি। কয়েকদিন আগে কলাপাড়া হাসপাতালের ডাক্তার জে এইচ খান লেলিনকে নিয়ে কোন ধরনের পোস্ট এপ্রুভ করা হয়নি। তাই আমরা এই পেজটিকে বয়কটের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কলাপাড়া খবর গ্রুপের এডমিন সাংবাদিক মহসিন পারভেজ বলেন, আমাদের গ্রুপ কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কলাপাড়ার জনগণের কাছে নিরপেক্ষ ও প্রকৃত সংবাদ পৌঁছে দেওয়া এবং এলাকার কল্যাণে ইতিবাচক উদ্যোগকে তুলে ধরা।