তিন দিন হয়ে গেল, এখনো কোনো স্পেশাল তদন্ত কমিটি হয়নি -কাফি

- আপডেট সময় : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, তিন দিন আগে তার বাড়ি বাহির থেকে দরজা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো স্পেশাল তদন্ত কমিটি গঠন করা হয়নি।
আজ (শুক্রবার) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি তার হতাশা প্রকাশ করেন। কাফি লেখেন, “আমার বাড়ি বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ বা অন্য কোনো সংস্থা থেকে তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়নি। অথচ আমি দেশের মানুষের জন্য কথা বলেছিলাম, আর তার মূল্য আমাকে এভাবে দিতে হলো।”
তিনি আরও বলেন, “আগামী চার দিনের মধ্যে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমি রাজপথে নামবো। তখন ঠিকই কানে পানি যাবে।”
এই পোস্টের পরপরই কাফির ভক্ত ও অনুসারীরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের খুঁজে বের করার জন্য আমাদের কাজ চলছে।”
নুরুজ্জামান কাফি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতে সাহসী বক্তব্য দিয়ে বেশ আলোচনায় ছিলেন। অনেকের ধারণা, তার এই সোচ্চার ভূমিকা হয়তো কারও স্বার্থের বিপরীতে গেছে, যার কারণে তার ওপর এমন হামলা হয়েছে।
এই ঘটনায় এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে। তবে কাফির পোস্ট অনুযায়ী, তিনি যে আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত, তা স্পষ্ট।