কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত

- আপডেট সময় : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৮১৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল ও ট্রলি গাড়ির সাথে সংঘর্ষে লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল সিকদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম রনি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের তুলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কে বাস পাকিং করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত রনির অবস্থা আশঙ্কা মুক্ত হলে রাসেলের অবস্থা গুরুতর। জানা গেছে তার বুকের ৭টি হাঁড় ভেঙে ফুসফুসে আঘাত লেগেছে।