দাম বাড়ে দুই থেকে তিন গুন, তাই সারা দেশব্যাপী পেঁয়াজ কাঁচা মরিচের আবাদ বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে অংকন করা হয়েছে বাংলাদেশের মানচিত্রের। সতেজ ১০০০ কাঁচা মরিচ ও ১০০ পেঁয়াজ দিয়ে এ মানচিত্র তৈরী করেছে উপজেলা কৃষি অফিস।
উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী তারুণ্যের কারুপণ্য ও কৃষি পণ্য মেলায় এ মানচিত্রের প্রদর্শন করা হয়। শুধু পেঁয়াজ কাঁচা মরিচই নয় ১২ শস্যের দানা দিয়ে এর পাশেই তৈরী করা হয় কলাপাড়া উপজেলার মানচিত্র। কোন শস্য কোন ইউনিয়নে সবচেয়ে বেশি ফলন হয় সেটিই তুলে ধরা হয় এ মানচিত্রে। এছাড়া এর পাশেই টমেটো, মুলা ও পেঁয়াজ পাতা দিয়ে তৈরী করা হয়েছে লাভ চিত্র। এর পাশেই বোম্বাই মরিচ দিয়ে তৈরী করা হয় প্রজাপতির চিত্রকর্ম। মাসব্যাপী তারুণ্যের উৎসবকে ঘিরে আয়জিত তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্য মেলার প্রধান আকর্ষন এ মানচিত্র দেখতে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভীড় জমায় উৎসুক মানুষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। তবে নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরী এবং তাদের আরও শক্তিশালী করতে তারুণ্যের উৎসব চলবে মাসব্যাপী। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেনসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় শতাধিক কারুপণ্যের স্টল ও ৮ টি কৃষি পণ্যের স্টল বসেছে। এসব স্টলে প্রদর্শন করা হয় লবনাক্ততা প্রতিরোধে কৃষি পণ্য উৎপাদনের প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, রাস্তার ধারে সবজি চাষ উৎপাদন প্রযুক্তি, পারিবারিক মডেল পুষ্টি বাগান তৈরী প্রযুক্তি, সমন্বিত কৃষি খামার তৈরী প্রযুক্তি, দুর্যোগকালীন সময়ে কৃষি উৎপাদন প্রযুক্তি, গ্রীন হাউজ কৃষি উৎপাদন প্রযুক্তি, কলস পদ্ধতিতে কৃষি উৎপাদন প্রযুক্তি ও ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন প্রযুক্তি।
এছাড়াও উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। মাসব্যাপী এ উৎসবে বৌঁ-ছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাঁড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেলায় টিয়াখালী থেকে আসা দর্শণার্থী পায়েল মাহমুদ জানান, মেলার কথা শুনে এ মাঠে এসেছি। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাজা কাঁচামরিচ ও পেয়াজ দিয়ে তৈরী বাংলাদেশর মানচিত্র এবং বীজ দিয়ে তৈরী কলাপাড়ার মানচিত্র। এর আগে কখনো এতো সুন্দর মানচিত্র কোথাও দেখিনি।
বালিয়াতলী ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, এখানে এসে কৃষিপণ্য উৎপাদনের নতুন নতুন প্রযুক্তি দেখেছি এবং শিখেছি। আশা করছি ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারবো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানচিত্র দুটি।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, আমাদের উপজেলায় ব্যাপক কাঁচা মরিচ ও পেঁয়াজের উৎপাদন হয়। তবে অনেক সময়ই দেশে এই দুই পণ্যের সংকট দেখা দেয়। তাই দেশ ব্যাপী কাঁচামরিচ ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা এ মানচিত্র দুটি তৈরি করেছি। আশা করছি আমাদের উপজেলা সহ দেশের সব উপজেলায় কাঁচা মরিচ ও পেঁয়াজের উৎপাদন আরো বাড়বে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে, নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরী করতে এবং তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ উৎসব ঘিরে কুয়াকাটা সৈকতে ফানুসের মাধ্যমে তারার মেলা ও আতশ বাজি সহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে।